কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে জখম

0
61

কুষ্টিয়া প্রতিনিধিঃকুষ্টিয়ায় এক যুবককে কুপিয়ে জখম করেছে। মামলার হাজিরা দিয়ে আদালত থেকে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে আসিকুজ্জামান শুভ (৩৩) নামের যুবককে কুপিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আহত শুভ কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা এলাকার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের ছেলে। রবিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন রাজ্জাক মোড় এলাকায় এই ঘটনা ঘটে। উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামে দীর্ঘ দিন যাবত আওয়ামী লীগের সমর্থকদের দুই গ্রুপে সহিংসতা চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আহতের পরিবার সুত্রে জানা যায়, শুভ সকাল ১০ টার দিকে নিজ বাড়ি দূর্বাচারা থেকে কুষ্টিয়া আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসেছিলো। মামলার হাজিরা শেষে শুভ বাড়ি ফিরছিলো। বাড়ি ফেরার পথিমধ্যে সদর উপজেলার রাজ্জাক মোড়ের কাছে পৌছালে সন্ত্রাসীরা শুভোর মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় শুভ কিছু বুঝে উঠার আগেই তার উপর ধারালো ও লাঠি সোটা সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে শুভোর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়, পরে স্থানীয়রা ছুটে এসে শুভোকে আহত অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শুভ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। আহত শুভোর পিতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম জানান, আমার ছেলে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে রাজ্জাক মোড় থেকে ইউনিয়ন চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লা ও লাভলুর নেতৃত্বে আমার ছেলের উপর হামলা করে।

এবিষয়ে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রফিকুল ইসলাম জানান, খুবই মারাত্মকভাবে জখম অবস্থায় রোগী হাসপাতালে ভর্তি আছে। রোগীর দুই হাত,দুই পা, মাথা সহ শরীরে আঘাত পেয়েছে।

ঘটনার বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। সেখানে কাউকে পাই নাই। তবে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এব্যাপারে থানায় কোন অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।