ডিজিটাল বাংলাদেশ আগামীতে স্মার্ট বাংলাদেশ পদার্পণ করছি: জাকারিয়া জাকা

0
449

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুর-০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ আগামীতে স্মার্ট বাংলাদেশ পদার্পণ করছি। স্মার্ট বাংলাদেশ হলে আমরা স্মার্ট নাগরিক হব, স্মার্ট শিক্ষার্থী হব। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল পদক্ষেপ গ্রহণ করেছেন। এ স্মার্টনেস বীরগঞ্জ তৈরি করতে বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সর্বাত্মক ভূমিকা পালন করবে।

শনিবার (২৪ শে ফেব্রুয়ারি) সকালে বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুভ উদ্বোধন কালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামীর যে চ্যালেঞ্জ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এ স্কুল বড় ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা। প্রত্যেকের জায়গা থেকে নৈতিকতা ও সততার সাথে কাজ করলে উন্নত সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো।

বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসুদা পারভিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-০১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ সরকার, দিনাজপুর জেলা পরিষদের সদস্য রোকনুজ্জমান বিপ্লব সহ বিদ্যালয় সহকারী শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রমুখ।