কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে চোরাকারবারি আটক

0
53

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় ঔষধসহ চোরাকারবারির মূলহোতা আটক।

আজ বৃহস্পতিবার(২২ফেব্রুয়ারী)বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী সাতহ্মীরা জেলার শ্যামনগর থানাধীন পাঁচ গাঙ্গের মুখ কালিন্দা নদী সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অভিযান চালিয়ে একটি কাঠের ডিঙ্গি নৌকা ও নৌকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, একটি দেশীয় দা সহ একজনকে আটক করেন।

আটককৃত ব্যাক্তি হলেন সাতহ্মীরা জেলার শ্যামনগর থানাধীন কৈখালী এলাকার ঔষধসহ চোরাকারবারি চক্রের মূলহোতা মো:আরিফ শেখ(৩৩)।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো:মুনতাসির ইবনে মহসীন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমান ঔষধ,দেশীয় একটি দা, ডিঙ্গি নৌকাসহ আরিফ শেখ(৩৩)কে আটক করা হয়েছে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় অবৈধ ঔষধ এর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।