বিএনপি এখন নেতৃত্ব সংকটে রয়েছে: হানিফ

0
80

কুষ্টিয়া প্রতিনিধিঃ দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া- ৩ আসনের সংসদ সদস্য মাহাবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আমরা যতো ভালো কাজই করিনা কেন বিএনপির চোখে সব খারাপই হবে। কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি হয় তা নিয়ন্ত্রনে কাজ করছে সরকার। এসময় তিনি বলেন বিএনপির সরকারকে পেচিয়ে কথা বলার কারন হচ্ছে এসব অসাধু ব্যবসায়ীদের নিরাপত্তা দেয়া।

সকালে কুষ্টিয়া সরকারি কলেজে একুশে বই মেলা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নে হানিফএসব কথা বলেন।

এসময় হানিফ আরো বলেন, বিএনপি এখন নেতৃত্ব সংকটে রয়েছে এবং ভুল রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। রাজনীতির মধ্যে সন্ত্রাস-হত্যা ,নাশকতার মতো কর্মকান্ড রাজনীতির অংশ হিসাবে বিবেচিত হয়না। এগুলো জঙ্গী সংগঠনের কর্মকান্ড। বিএনপি গত ১৫ বছর ধওে বাসে-ট্রেনে আগুন দিয়ে যেসব সরকারি সম্পদ ধ্বংস করেছে সাধারন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে এইসব হচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শেখ হাসান মেহেদী, কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ড. সেলিম তোহা, সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার গৌরব চাকী সহ নেতৃবৃন্দ।