ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার

0
46

ঝিনাইদহ প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উদ্যোগে “দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম.রফিকুল ইসলাম।

সেসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা পিএএ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ৬ উপজেলার উপজেলা নিবার্হী কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং ঝিনাইদহ জেলার বিভিন্ন স্তরের যাকাতদাতাগণ। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান।

সেমিনারে অংশগ্রহণকারী বক্তাগণ দারিদ্র্য বিমোচন দূরীকরণের জন্য যাকাতদাতাদের যাকাতের একটি অংশ “সরকারি যাকাত ফান্ড” শিরোনাম সোনালী ব্যাংক লিমিটেড হিসাবে সরাসরি জমা অথবা জেলা প্রশাসকের কার্যালয়ে, উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে ও ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে রশিদের মাধ্যমে যাকাত প্রদানের জন্য অনুরোধ করেন।