হিজলায় জেলেদের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

0
137

হিজলা প্রতিনিধি: বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে জেলেদের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত হিজলা গৌরবদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার এর মাছ ঘাটের বানিজ্য নিয়ে বিরোধ চলে আসছে।

এর ধারাবাহিকতায় ১৬ ফেব্রুয়ারী দুপুর আনুমানিক ১১ টার দিকে মেঘনা নদীর অরাকুল মাছ ঘাট এলাকায় দুই গ্রুপের মধ্যে কথায় কাটাকাটি বাধে। এর জের ধরেই পরবর্তীতে হিজলা গৌরবদী ইউনিয়নের মান্দ্রা বাজার সংলগ্ন ফারুক মাঝির বাড়ির সামনে অলিদ্দিন হাওলাদার এর ছেলে রাজিব হাওলাদার কে স্থানীয় ইউপি সদস্য ফারুক মাঝির উপস্থিতিতে ফারুক মাঝির ভাই সহ ১৪/১৫ জন লোকজন দলবদ্ধ ভাবে রাজিবের উপর হামলা করে।

এনিয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুই গ্রুপের ২ জন আহত হয়েছে। আহত রাজিব হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও অপর গ্রুপের আহত জাহাঙ্গীর মৃদ্দা মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হিজলা থানা অফিসার ইনচার্জ জুবায়ের জানায় আমরা একপক্ষের একজন ইনজুরি সংবাদ পেয়েছি সেখানে আহত জাহাঙ্গীর এর ভাই বাদী হয়ে মামলা করেছে, অপর পক্ষের ইনজুরি সংবাদ আমরা পাইনি।