চিতলমারীতে ১১টি প্রতিমা দিয়ে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা

0
253

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বাড়িতে দেবীর আরাধনায় ব্যস্ত হয়ে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা ঘিরে শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রতিমা সাজাতে। দিন-রাত কাজ করে সঠিক সময়ে প্রতিমা হস্তান্তরে পুরোদমে মনোনিবেশ করেছেন তারা। তুলির আঁচড়ে বিদ্যার দেবী সরস্বতীকে সাজাচ্ছেন প্রতিমা শিল্পীরা। তারই ধারাবাহিকতায় শিবপুর পশ্চিম পাড়ায় বিভিন্ন দেবদেবতার ১১ টি প্রতিমা তৈরি করে এ বছর পূজা হচ্ছে।

শিবপুর পশ্চিমপাড়া যুব সংঘ এর সভাপতি পাভেল বসু জানান, তারা প্রতিবছরই ব্যতিক্রম কিছু করার চেষ্টা করে তারি নেয় এবছর পুকুরে প্রতিমা সাজিয়ে মায়ের পূজার ব্যবস্থা করেছে। তিনি আরো জানান আগামীতেও ব্যতিক্রম কিছু করার চেষ্টা করব। সাধারণ সম্পাদক নৃপেন মন্ডল বলেন আমরা এ বছর ১১ টি প্রতিমা তৈরি করে মায়ের পূজার করছি আগামীতেও ব্যতিক্রম কিছু করব।