চিতলমারীতে সমবায়ী মৎস্য চাষিদের প্রশিক্ষণ প্রদান

0
136

বাগেরহাটের চিতলমারীতে বিজ্ঞান সম্মত পদ্ধতিতে চাষাবাদের লক্ষে সমবায়ী মৎস্য চাষিদের গলদা ও বাগদা চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় চিতলমারী উপজেলা মৎস অফিসের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পূরণ কৃষি কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সার্বিক সহযোগিতায় সংগঠন কার্যালয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে হাতে কলমে এলাকার ২০ জন সমবায়ী মৎস্য চাষিকে চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেণ চিতলমারী সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন পূরণ কৃষি কল্যাণ সমবায় সমিতির লিঃ এর সভাপতি সুধাংশু শেখর সদাই, মৎস অফিসের সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ।

এ ব্যাপারে স্বপ্ন পূরণ কৃষি কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি সুধাংশু শেখর সদাই বলেন’ সংগঠনের সার্বিক সহযোগিতায় সদস্যদের বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৎস্য ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে সংগঠনের সকল সদস্যকে এ প্রশিক্ষণের আওয়াতায় আনা হবে।