পথ পাঠাগারের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবসে চিত্রাংকন প্রতিযোগিতা

0
819

রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে পথ পাঠাগারের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর শহরের কুমার দিজেন্দ্র পাবলিক লাইব্রেরী হলরুমে এ চিত্রাংকন প্রতিযোগিতা হয় । চারটি বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অংকন করে তিন স্তম্ভের শহীদ মিনার, পাঁচ স্তম্ভের শহীদ মিনার ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মূলক চিত্র।

পরে এক আলোচনা সভায় পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ সভাপতি জিয়াউল হক শুভর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহিলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া,দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়মন খান, মাসুদ পারভেজ, কবি আবুল বাশার, লোকান্ত শাওন, দুনিয়া মামুন, জনপদ চৌধুরী প্রমুখ৷

বক্তারা বলেন, গ্রন্থাগার দিবসে শিক্ষার্থীদের নিয়ে পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন প্রংশসনীয় । একটি আলোকিত জাতি গঠনে এবং মানুষের চিন্তা-চেতনা, জ্ঞান-বিজ্ঞান চর্চা ও বিকাশে গ্রন্থাগার মূখ্য ভূমিকা পালন করে। জাতী ও মেধা বিকাশে পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠাগারে সময় দেয়ার আহবান জানান বক্তারা৷

আলোচনা শেষে সন্ধ্যায় অতিথিবৃন্দ চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন৷