দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম খান, সাধারণ সম্পাদক জহির রায়হান

0
450

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সংসদের ২৩তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন নুর আলম খান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জহির রায়হান ।

শনিবার (৩ফেব্রুয়ারি) রাতে মনি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে এ কমিটি হয়।

২৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি নূর আলম , নাজমুল কবির, রাকিবুল ইসলাম,সহকারি সাধারণ সম্পাদক মুক্তা দত্ত , জুয়েল মিয়া , সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক সালমান হোসেন , শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাথী আক্তার, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রমজান আহম্মেদ , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাগর মিয়া, ক্রীড়া সম্পাদক আল মামুন,সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, সদস্য রফিক মিয়া, পারুল আক্তার, মঞ্জুরা আক্তার, আসমা আক্তার,আনার কলি, রুকসানা আক্তার, রোমান মিয়া, শাহীন মিয়া, সাদিকুল ইসলাম, রায়হান হাবিব, আরিফুল ইসলাম৷

নবনির্বাচিত কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবে। এর আগে শনিবার পৌর শহরের কমরেড মনি সিংহ জাদুঘর চত্বরে এ সম্মেলন উদ্বোধন করেন বাংলাাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্ত। পরে এক বর্ণাঢ্য র‍্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

র‍্যালী শেষে এক আলোচনা সভায় উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা.দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা সিপিবি কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, জেলা ছাত্র ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আহম্মেদ তানভীর মোকাম্মেল, সাবেক ছাত্র নেতা শামসুল আলম খান, রুপন কুমার সরকার, মোরশেদ আলম, আদিবাসী নেতা অবনী কান্ত হাজং, উপজেলা ছাত্র ইউনিয়ন কমিটির নেতা নূর আলম খান, কবিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশের একটি ছাত্র গণ সংগঠন। এটি বাংলাদেশের অন্যতম একটি ছাত্র সংগঠন। সংগঠনটি ১৯৫২ সালের ২৬শে এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল।সংগঠনটি বিভিন্ন সময় বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ধারার শিক্ষানীতির জন্য আন্দোলন করে থাকে।