নান্দাইলে আচারগাঁও ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

0
144

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আগারগাঁও ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারিত) মাদ্রাসা মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

মাদ্রাসার সহকারী শিক্ষক সাঈদ আহমেদ এর উপস্থাপনায় ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সারোয়ার জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঘোষপালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মোহাম্মদ এনামুল হক, জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা অধ্যক্ষ আশরাফ আলী, কাটলিপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ওয়াকিব মিয়া, মহাবৈ মহিলা মাদ্রাসার সুপার মাহফুজুর রহমান, উপজেলা মহিলা লীগের নেত্রী তামান্না আক্তার।

এছাড়াও মাদ্রাসা শিক্ষক দের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর কবীর, ছাইদুর রহমান, খাইসারুল আলম ফকির, প্রভাষক হাফছা আক্তার, সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক আনিছুল হক।

অনুষ্ঠান শেষে অত্র মাদ্রাসার বাংলা প্রভাষকের রফিকুল ইসলামের নিজ হাতে রান্নায় মধ্যন্নভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। উল্লেখ্য, এ বছর উক্ত মাদ্রাসা থেকে মোট ৬৪ জন পরীক্ষার্থী ২০২৪ সালের দাখিল পরীক্ষায় অংশ নিবে।