দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

0
41

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড় জানুয়ারি মাস জুড়ে ঘন কুয়াশায় ঢাকা ছিল। তবে গত কয়েকদিনের তুলনায় বর্তমানে কমেছে কুয়াশার পরিমাণ ও শীতের অনুভূতি। কিন্তু এতে কমেনি নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের দুর্ভোগ।

বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৯টায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শীত প্রবণ এলাকা পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটতে আরও দুই-একদিন লাগতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস।

শীত কিছুটা অব্যাহত থাকায় জেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ও বিভিন্ন পয়েন্টে সকালে মানুষের উপস্থিতি অনেকটাই কম ছিল। তবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বেশি দুর্ভোগে পড়ছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, চলমান শীত মৌসুমের বর্তমান শৈত্যপ্রবাহ কেটে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে। ইতিমধ্যে অনেক এলাকায় শৈত্যপ্রবাহ কেটে গেছে। এ জেলায় শৈত্যপ্রবাহ কাটতে আরও দুই-একদিন লাগতে পারে।