পঞ্চগড়ে জেলা প্রশাসকের গাড়ি ভাঙচুর, যুবক আটক

0
127

পঞ্চগড় থেকে, আল মাহমুদ দোলন: জানা যায় সে ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী বানিয়াপাড়া গ্রামের শামসুদ্দিন আহম্মেদের সন্তান।

পুলিশ জানায় সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে দাড়ঁ করানো ছিলো জেলা প্রশাসকের গাড়িটি। হঠাৎ উপস্থিত হয়ে সেখানে ইট দিয়ে আঘাত করে গাড়িটির সামনের গ্লাস ভেঙ্গে ফেলে আবু জাফর। পেশায় তিনি অটোরিকশা চালক। পরে জেলা প্রশাসক কার্যালয়ের লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পরিবার সূত্রে জানা যায়,সে দীর্ঘদিন ধরে মানসিক রোগের চিকিৎসা নিয়ে আসছেন। এ বিষয়ে জেলা প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায়নি। আবু জাফরের মা জরিফা বানু বলেন আমার ছেলে বিয়ের পর থেকে চরম ভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং মানসিক ভাবে সে অসুস্থ। রংপুরে তার চিকিৎসা চলছে । মাঝে মধ্যেই বাড়িতে সে মারধর এবং ভাঙচুর করে। আজ সকালের দিকে আমাকে আঘাত করে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। গতকাল ঔষধ না খাওয়ার কারণে হয়তো এমন আচরণ করেছে বলে ধারণা তার পরিবারের ।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (অপারেশন) প্রবির কুমার রায় বলেন, এ যুবকের বিরুদ্ধে মাদক সেবনের কোন তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। সে চরম হতাশাগ্রস্ত। নারী নির্যাতনের মামলায় জেলও খাটে সে । তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে ।