ধামরাইয়ে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

0
49

রনজিত কুমার পাল( বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি ” মূল প্রতিপাদ্য করে ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ধামরাই উপজেলা পরিষদের চত্তরে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) ধামরাই উপজেলা পরিষদের চত্তরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ প্রমূখ।

সমাপনী দিনে মঙ্গলবার (৩০ জানুয়ারি) ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার স্টলে অংশ গ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সূচি রাণী সাহা, সমাজসেবা অফিসার এসএম হাসান সহ অন্যান্য ব্যক্তিবর্গ।