ওসির নামে আইডি খুলে ৭৭১ নারীর সঙ্গে প্রতারণা!

0
59

ডিএমপির আলোচিত ওসি মোহাম্মদ মহসীন সামাজিক মাধ্যম ফেসবুকের কল্যাণে বেশ পরিচিত। তার আইনি পরামর্শের ভিডিও অনেকে দেখে থাকেন। সম্প্রতি রাজধানীর তেজগাঁও থানায় কর্মরত এই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নামে ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপে চলে প্রতারণা।

বিষয়টি জানার ওপর ওসি মহসীন জিডি করেন। তদন্তে মাঠে নামে পুলিশ। এতে বেরিয়ে আসে গাইবান্ধার আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবক ওসি মহসীনের নামে আইডি খুলে ৭৭১ জন নারীর সঙ্গে বিভিন্ন ধরনের প্রতারণা করেছেন। অবশেষে সেই আনোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

তাকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা জানা এই আনোয়ার শুধু ওসি মহসীনের নামেই নয়, ফেসবুক ও হোয়াটস্অ্যাপে পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মন্ত্রীসহ বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা করেছেন। এই সংখ্যাটি কয়েকশ বলে জানিয়েছে পুলিশ।