দুর্গাপুরে এসবি রক্তদান সংগঠনকে ল্যাপটপ দিলো ডিএসকে

0
180

রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা দুর্গাপুরে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান সমাজ কল্যাণ সংগঠনকে ল্যাপটপ দিলো বেসরকারি উন্নয়ন সংস্থা দুংস্থ স্বাস্থ্য কেন্দ্র ( ডিএসকে)। শনিবার সকালে দুর্গাপুর পৌর শহরের ডিএসকে হাসপাতাল অফিস কক্ষে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের হাতে এ ল্যাপটপ তুলে দেন ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান, সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, ডিএসকের আঞ্চলিক ব্যবস্থাপক নজরুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার, শাখা ব্যবস্থাপক মোরশেদ আলম প্রমুখ৷

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার বলেন, ৫ বছর যাবত আমাদের সংগঠনের রক্তদাতারা রোগীদের প্রয়োজনে রক্ত দিয়ে আসছে। ডিএসকে সংস্থাকে ধন্যবাদ জানাই আমাদের সংগঠনকে ল্যাপটপ প্রদান করার জন্য। এই ল্যাপটপ আমাদের কাজকে আরো সহজতর ও গতিশীল করবে।