দুর্গাপুর সাহিত্য সমাজের আয়োজনে সুসঙ্গ বৈঠক অনুষ্ঠিত

0
183

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর সাহিত্য সমাজের আয়োজনে সুসঙ্গ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের বড় পুকুর পাড়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়৷

সাহিত্য সমাজের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জীবন কুমার নন্দীর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, কবি লোকান্ত শাওন, সজীম শাইন,বিদ্যুৎ সরকার, এনায়েত কবীর, নির্মল রবিদাস প্রমুখ। এছাড়াও কবিগন তাদের লেখা কবিতা পাঠ করেন।

সুসঙ্গ বৈঠকে কবিগন বলেন, সাহিত্যকে যেকোনো সমাজের দর্পণ বা আয়নারূপে অভিহিত করা হয়। সাহিত্য হচ্ছে সুন্দরের প্রতীক, কল্যাণের অগ্রদূত, জনসাধারণের উপকারের উৎস। মানবজীবনের সুখ-দুঃখ, হাসি-কান্নার স্মৃতি, অনুভূতিকে লেখনীর মাধ্যমে কাগজের পাতায় জীবন্ত করে তোলাই সাহিত্য। সাহিত্য এক বিশেষ শিল্পকর্ম, যা শুধু প্রকৃত মানস গঠনে সাহায্য করে, যা থেকে প্রয়োজনীয় প্রাণরস গ্রহণ করে মানবজীবন হয়ে ওঠে প্রাণচঞ্চলমুখর।