কুয়েটের আইআইসিটিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

0
76

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর জানুয়ারি ২০২৪ সেশনে ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিতে (আইআইসিটি) ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। সভাপতিত্ব করেন আইআইসিটি এর পরিচালক প্রফেসর ড. আশরাফুল গণি ভুইয়া।

অনুষ্ঠানে আইআইসিটিতে জানুয়ারি ২০২৪ সেশনের বিভিন্ন প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীগণসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন শেষে আইআইসিটিতে স্থাপিত ‘মোবাইল এ্যাপস ডেভেলপমেন্ট ল্যাব’ এর শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।