শ্রীনগরে খামারিদের প্রশিক্ষণ

0
56

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে খামারিদের ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। উপজেলা প্রাণিসম্প্রদ দপ্তর ও ডেটেরিনারি হাসপাতাল এ প্রশিক্ষণের আয়োজন করে।

রোববার সকালে উপজেলা প্রাণিসম্প্রদ দপ্তর প্রাঙ্গণে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ণ প্রকল্পের (এলডিডিপি) আওতায় পিজি ও নন-পিজি’র ৪০ জন সদস্য প্রশিক্ষণে অংশ নেন। দিনব্যাপী প্রশিক্ষণে আলোচনা করেন উপজেলা প্রাণিসম্প্রদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান ও প্রাণিসম্প্রদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ অপু রায়হান।

এতে খামারিদের লাভজনক গাভী পালনে করণীয়, ব্যবসায়ীক পরিকল্পনা, কৃমিনাশক ঔষধ খাওয়ানোর প্রয়োজনীয়তা, টিকাপ্রদান ও গবাদিপশুর শীতকালীন পরিচর্যায় খামারিদের করণীয় সমন্ধে আলোচনা করা হয়।