স্কাউটেরর স্মৃতি ভুলার মতো নয়ঃআরফান আলী

0
99

মাধ্যমিকে স্কাউটের স্মৃতি গুলো খুবই মনে পড়ে।স্কুলের বিভিন্ন প্রোগ্রামে একমাত্র স্কাউটের ছেলেরাই সবার চেয়ে বেশি অগ্রাধিকার পেতো। বিশেষ করে ১ম আঞ্চলিক স্কাউট এবং ১০ম জাতীয় ও ৩য় সানসো স্কাউট জাম্বুরীর কথা।
স্কাউটে যাওয়ার একমাত্র সুযোগ থাকে নয় জনের (প্রতি ইউনিট থেকে)  আটজন ছাত্র ও একজন শিক্ষক।

আমি যখন নবম শ্রেনীতে পড়ি,তখন যাওয়া হইছিলো ১ম আঞ্চলিক স্কাউটে। সেটা আমার জীবনের প্রথম স্কাউট ছিলো।
সেখানে নিজেরা রান্না করে খাওয়া, ভোরে বিভিন্ন বিপির পিটি করা, রাত্রি বেলা গান শোনা ইত্যাদি। সব মিলিয়ে অনেক আনন্দই হয়েছিলো।

১ম আঞ্চলিক স্কাউটের চেয়ে ১০ জাতীয় ও ৩য় সানসো স্কাউট জাম্বুরীর মজায় ছিলো আলাদা। সেখানে দেশের বাহির থেকেও স্কাউট বন্ধুরা এসেছিলো।

সেখানে প্রায়১২ লাখের বেশি স্কাউট অংশগ্রহণ করেছিলো। স্কাউটের বিভিন্ন বিষয় আমার জীবনে চির ইতিহাস হয়ে থাকবে। যেমনঃ ভোরের পাখি, হাইকিং,স্টাডি টোর,ক্যাম্প ফায়ার আরও অনেক কিছু যা লিখে শেষ করা যাবেনা। সেখানে গিয়ে দেখা পেয়েছিলাম রাষ্ট্রপতি আব্দুল হামিদ, শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি,চিত্র নায়ক রিয়াজসহ অনেক সন্মানি লোক।
স্কাউটে যারা ছিলোঃ আনোয়ার হোসেন ইউনিট লিডার, রিফাত মিয়া স্কাউট লিডার, জাকারিয়া খান জাহিদ, আমি আরফান আলী,মনিরুজ্জামান,রনি,সুমাইদ,মেহেদী ও মনির।