ঢাকা শহরকে তারের জঞ্জাল থেকে মুক্ত করবো

0
74

ডিএসসিসি এলাকায় তারের জঞ্জালের উচ্ছেদ অভিযান চলমান আছে এবং থাকবে। ব্যাপকভাবে যে জঞ্জাল সৃষ্টি করা হয়েছে, সেটা খুলতেও অনেক সময় লেগে যায়। তারপরও আমরা লক্ষ্য নির্ধারণ করেছি, আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা শহরকে তারের জঞ্জালমুক্ত করবো। বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সোমবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর মহিলা কলেজের গভর্নিং বডির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, যেহেতু খাল ও পুকুরগুলো অন্য সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত। তাই আমরা প্রাথমিকভাবে প্রথম আর্থবছরে ১০টি এলাকার ১০টি জলাশায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পরিচালনা বা পরিষ্কার করবো। কিছু কিছু এরই মধ্যে পরিষ্কার করেছি। সেগুলোকে আরও নান্দিনিক করে গড়ে তুলবো, যেন পুনরায় অবর্জনায় ভরে না যায়। এছাড়া প্রথমে সড়ক, পরে ফুটপাত দখলমুক্ত করবো।

তিনি আরও বলেন, দক্ষিণ ঢাকাকে নিয়ে আমাদের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। এ নিয়ে আগামী বুধবার একটি কর্মশালা হবে। সেখানে আরও ব্যাপক উপস্থাপনা হবে। আমরা মহাপরিকল্পনার আওতায় দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনের দিকে এগিয়ে যাবো।