নির্বাচনের জন্য টাকা নেওয়ার প্রমাণ দি‌তে পার‌লে পদত্যাগ করব: চুন্নু

0
88

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টি (জাপা) সরকারের কাছ থেকে টাকা নেয়নি বলে দাবি করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, টাকা নেওয়ার অভিযোগ প্রমাণ করতে পারলে দল থেকে তিনি পদত্যাগ করবেন। সোমবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন চুন্নু। টাকা নি‌য়ে নির্বাচ‌নে অংশগ্রহণ, ভো‌টে ভরাডু‌বির জন‌্য জাপার পরা‌জিত প্রার্থীরা দ‌লের চেয়ারম‌্যান জি এম কা‌দের ও মহাস‌চিব চুন্নু‌কে দায়ী করায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন জাপা মহাসচিব।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বাংলাদেশের কোনো লোক যদি বলতে পারে আমি বা চেয়ারম্যান কারো কাছ থেকে টাকা নিয়েছি- তাহলে পদত্যাগ করব। তার দাবি, টাকা না পাওয়ার বেদনা থেকে লাঙলের পরা‌জিত প্রার্থীরা নানা অভিযোগ করছেন। দলের নেতারা চেয়ারম্যান ও মহাসচিবের পদত‌্যা‌গের দা‌বি করছেন- এমন প্রস‌ঙ্গে চুন্নু ব‌লে‌ন, ‘নির্বাচনের সফলতা-ব্যর্থতার দায় চেয়ারম্যান ও মহাসচিবের ওপর আসে। তা নি‌তে রাজি ছিলাম। তার মানে এই নয় যে প্রকা‌শ্যে এই ধরনের কথা কেউ বলবে।’

গত রোববার ঢাকায় এক সভা করে লাঙ‌লের ১২২ প্রার্থী অভিযোগ ক‌রেন, সরকা‌রের কাছ থে‌কে পাওয়া তহ‌বিল তছরুপ ক‌রে‌ছেন শীর্ষ নেতারা। প্রার্থী‌দের ভো‌টে না‌মিয়ে প্রতিশ্রুত খরচ দেওয়া দূ‌রে থাক, খবরও নেন‌নি। একই‌ অভিযোগ তু‌লে গত বুধবার বনানী কার্যালয় ঘেরাও ক‌রেন প্রার্থীরা। তাদের দাবি, ভো‌টের প্রচা‌রের সময় ২১ প্রার্থী স‌রে যান খরচ না পে‌য়ে।

এ বিষয়ে মু‌জিবুল হক চুন্নু বলেন, ‘এগুলো হলো গল্প। অনেকেই মনে করেছে আওয়ামী লীগের সঙ্গে যেহেতু কথাবার্তা হয়েছে, ২৬ আসন দিয়েছে, সে‌হেতু অনেক টাকাও দিয়েছে। শত শত কোটি টাকা দিয়েছে। তিনি বলেন, ‘প্রার্থীদের কেন আমরা টাকা দিলাম না, এটা তাদের মনের আসল ব্যথা। নির্বাচন ঠিকমতো হয় নাই, তারা পাস করেন‌নি, এটা আসল ব্যথা নয়। দুই একজন ছাড়া বাকিদের আসল ব্যথা- আমরা শত কোটি টাকা পেয়েছি, তাদের দিইনি। তার পাল্টা প্রশ্ন, ‘শত কোটি টাকা কে দেবে? সরকার টাকা দেবে কেন? সরকার যদি টাকা দেয়, তাহলে এটা জানার বাকি থাকবে?’

বিশেষ সভায় চেয়ারম্যান ও মহাসচিবের সমালোচনা করায় প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু এবং ভাইস চেয়ারম‌্যান ও সিলেট-২ আসনের জাপার প্রার্থী ইয়াহইয়া চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়ে‌ছে। এ প্রসঙ্গে জাপা মহাস‌চিব বলেন, ‘দ‌লের নেতা হয়ে এ ধরনের বক্তব্য প্রকা‌শ্যে দেওয়া অমার্জনীয় কাজ। তাই চেয়ারম্যান তাদের অব্যাহতি দিয়েছেন। তারা এগুলো ব্যক্তিগতভাবে বলতে পারতেন। সেখানে অনেক সিনিয়র নেতা ছিলেন, তারা এ ধরনের বক্তব্য দেননি।’

তারা গুরুতর সাংগঠনিক অপরাধ করেছেন জানিয়ে চুন্নু বলেন, ‘ইয়াহইয়া সিলেট সিটি করপোরেশন নির্বাচ‌নে নৌকার প্রার্থীর জন্য ভোট চেয়েছিলেন। তাকে বহিষ্কার করা হয়েছিল। ক্ষমা চে‌য়ে দ‌লে ফে‌রেন। তার দলের প্রতি আনুগত্য কখনোই ছিল না। শ‌ফিকুল ইসলাম পুরোনো কর্মী। সন্দেহ নেই, ভালো কর্মী ছিলেন। কিন্তু যে বক্তব‌্য দি‌য়ে‌ছেন, এরপরও ব্যবস্থা না নি‌লে সাংগঠনিক কাঠামো ঠিক রাখা যাবে না। শ‌ফিকুল ইসলাম নির্বাচন ক‌রেন‌নি, তার আস‌নে নৌকার প্রার্থী থাকায়। যিনি নির্বাচন ক‌রেন‌নি, তি‌নি অভিযোগ করতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘ইয়াহহিয়া সামান্য ভোট পেয়েছেন। ২০১৮ সালে তার আস‌নে নৌকা ছিল না, তখনো তি‌নি জামানত হারিয়েছেন। প্রেসি‌ডিয়াম সদস‌্য সাইফু‌দ্দিন আহ‌মেদ মিলন নির্বাচন করেন‌নি, তি‌নি নৌকার প্রার্থী‌কে সমর্থন দি‌য়ে‌ছেন নির্বাচন করার না‌মে। যারা অভিযোগ কর‌ছে, তারা জীবনে ৫০০ ভোটও পাবে না। তারা ভোট করতে চেয়েছিল, তাই ম‌নোনয়ন দি‌য়ে‌ছিলাম।’