রেকর্ড সংখ্যক ভোট পেয়ে নিবাচিত ডা: প্রাণ গোপাল দত্ত

0
46

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা-৭ চান্দিনা আসনের নৌকার প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। রোববার (৭ জানুয়ারি) চান্দিনা উপজেলা মিলনায়তনের কন্ট্রোল রোম থেকে ফলাফল ঘোষণা করছেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মোহাম্মদ সোয়াইব।

এ আসনের ৮৯টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং অফিসার। এতে নৌকা প্রতীকে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত পেয়েছেন ১ লক্ষ ৭৩ হাজার ৬৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু পেয়েছেন ১১ হাজার ৬৬৮ ভোট। ওই ৮৯ কেন্দ্রে সর্ব মোট বৈধ ভোট পড়েছে ১ লক্ষ ৯১ হাজার ৫৪৭৬টি। আর প্রাপ্ত ভোটের প্রায় ৯১ শতাংশ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।

নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. লুৎফুর রেজা লাঙল প্রতীকে ২ হাজার ১৭৮ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী তোফায়েল হোসাইন গামছা প্রতীকে ১ হাজার ৪৩৪ ভোট, গণফ্রন্ট প্রার্থী মো. এমদাদুল হক মাছ প্রতীকে ৫৭০ ভোট, সুপ্রিম পার্টির প্রার্থী মো. সহিদুল্লাহ্ একতারা প্রতীকে ১হাজার ১৯৮ ভোট এবং বাংলাদেশ কংগ্রেস প্রার্থী সালাম মিয়া ডাব প্রতীকে ৭৫২ ভোট পেয়েছেন।

প্রকাশিত ফলাফলের ৮৯ টি কেন্দ্রের মধ্যে মাত্র একটি কেন্দ্রে জয় লাভ করেন ঈগল প্রতীকের আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ। বাকি ৮৮টি কেন্দ্রেই বিপুল পরিমান ভোটের ব্যবধানে জয় লাভ করেন আওয়ামী লীগ প্রার্থী। নির্বাচনে ১ লক্ষ ৯৩ হাজার ৭৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২হাজার ২৭৩টি ভোট বাতিল হয়। প্রাপ্ত ভোটের শতকরা হার ৬৩.৮৯ শতাংশ।

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পদক লাভ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুই বার উপাচার্য হিসেবে নিযুক্ত ছিলেন। ২০২১ সালের ৩১ জুলাই এই আসনের সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এর মৃত্যু হলে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

বিজয় লাভের পর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ বিজয়কে চান্দিনাবাসীর বিজয় বলে আখ্যায়িত করেন।