ভোটাধিকার রক্ষায় কেন্দ্রে দুই লাঠি ভরে শতবর্ষী বৃদ্ধ গফুর!

0
64

দুই লাঠি হাতে নাতির কাঁধে ভর দিয়ে ভোট দিতে এসেছেন শতবর্ষী আব্দুল গফুর। বয়স ১০০ পেরিয়ে গেলেও নাগরিক অধিকার রক্ষায় এ বয়সে উপস্থিত হয়েছেন ভোট কেন্দ্রে। রোববার গাজীপুরের শ্রীপুর পৌরসভার লোহাগাছ ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন শতবর্ষী এ বৃদ্ধ।

আব্দুল গফুর যায়যায়দিনকে বলেন, “৬২ সালের দিকে প্রথম ভোট দিয়েছি। সংগ্রামের আগেও ভোট দিছি। বাংলাদেশকে ভালোবাসি। এদেশের নাগরিক হিসেবে ভোট আমার অধিকার।তাই অধিকার রক্ষায় অসুস্থ শরীর নিয়েও ভোট দিতে কেন্দ্রে এসেছি”। তিনি বলেন, আমার বয়স এখন ১০০ চলছে। বেঁচে থাকলে সামনের ভোট দিতে পারবো। মরে গেলে এটাই হবে জীবনের শেষ ভোট”।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে সারাদেশে সকাল ৮ থেকে চলছে ভোট গ্রহন। গাজীপুর-৩ আসনে ১৮০টি কেন্দ্রের ১হাজার ৬৮টি বুথে একযোগে ভোট গ্রহন চলছে। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৪২৭ জন। যারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৪৩৫ জন এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৯৮৮ জন। এছাড়াও আসনটিতে ৫ জন হিজরা ভোটার রয়েছেন।