গুজব বা বড় ধরনের ঘটনা প্রতিহতের জন্য প্রস্তুত বিটিআরসি

0
63

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সারা দেশে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদানের প্রস্তুতি নেয়া হয়েছে। একইসঙ্গে গুজব বা বড় ধরনের ঘটনা প্রতিহত করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রস্তুত রয়েছে। শনিবার (৬ জানুয়ারি) বিটিআরসির কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ বণিক বার্তাকে এ তথ্য জানান। রিয়াজ আহমেদ বলেন, সারা দেশের কোথাও টেলিযোগাযোগ সেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই৷ আমরা শুরু থেকেই গ্রাহকদের নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা, ইন্টারনেট সেবা প্রদানের প্রস্তুতি নিয়েছি। আশা করি কোথাও সেবার ঘাটতি পড়বে না।

তিনি বলেন, কোথাও থেকে যদি কোনো ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করা হয় তার জন্য আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি আছে। তারা রিপোর্ট করার সঙ্গে সঙ্গে বিটিআরসির পক্ষ থেকে যেসব উদ্যোগ নেয়ার তাৎক্ষণিক আমরা তা গ্রহণ করব।৷ দ্বিতীয়ত, কোথাও কোনো বড় ধরনের ঘটনা ঘটলে আমাদের টেলিকম অপারেটর কোম্পানিগুলো সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এছাড়া অপারেটরগুলোর জনবলও প্রস্তুত রয়েছে। তারা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।৷