রাজধানীতে জামায়াত নেতা গ্রেপ্তার

0
82

জামায়াতে ইসলামী নেতা ডা. আনোয়ারুল আজিমকে (৬১) রাজনৈতিক একটি মামলায় মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়। জামায়াতের এই নেতা ইউরো-বাংলা হার্ট হাসপাতাল ও বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ বলেন, ২০২৩ সালের ৭ জানুয়ারির রাজনৈতিক একটি মামলার এজাহারনামীয় আসামি হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ২০১৮ সালের নির্বাচনের আগেও তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বিশেষ মতা আইনের একটি মামলায় ওই বছরের সেপ্টেম্বর মাসে তাকে লালমাটিয়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে ১ দিনের রিমান্ডে নেয়।

ওই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার তৎকালীন পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম আদালতে জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিরোধিতাসহ ধ্বংসাত্মক ও নাশকতামূলক কাজের জন্য গোপন বৈঠকের সময় মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল লালমাটিয়ার ইউরো-বাংলা হার্ট হাসপাতালের ৫০১ নম্বর ক থেকে তিনিসহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করে। এছাড়া বায়োফার্মার প্রয়াত চেয়ারম্যান ডা. সওকাত আলী লস্করের রহস্যজনক মৃত্যু নিয়ে ঢাকার একটি আদালতে আসামি করা হয়েছে আনোয়ারুল আজিমকে। মৃত্যুর প্রায় ১ বছর পর ওই অভিযোগ করেন নিহতের ছোট ভাই শাহাবুদ্দীন লস্কর। এ মামলায় আরো ৬ জনকে আসামি করা হয়েছে।