শ্রীনগরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আর্থিক জরিমানা

0
95

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে অচরণবিধি লঙ্ঘন করার অপরাধে মোবাইল কোর্ট ৪টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করেছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ এই জরিমানা আদায় করেন।

জানা যায়, সোমবার দুপুরে শ্রীনগর উপজেলার কয়কীর্ত্তন এলাকায় নির্ধারিত সময় দুপুর ২ টার পূর্বে উচ্চ শব্দে প্রচারণা চালানোর সময় মোবাইল কোর্ট নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮’র ১৩ ধারায় ৪টি মামলায় জরিমানা করেন। এ সময় তৃণমূল বিএনপি’র প্রার্থী অন্তরা সেলিমা হুদার সোনালী আঁশ প্রতীকের ১টি মামলায় ৫ হাজার টাকা, আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহমেদের নৌকা প্রতীকের ২টি মামলায় ৫ হাজার টাকা ও স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীরের ট্রাক প্রতীকের ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে গত রোববার বিকল্পধারার প্রার্থী মাহী বি. চৌধুরীর কুলা প্রতীককে একই অপরাধে আর্থিক জরিমানা করা হয়।

শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ জানান, উপজেলায় মোবাইল কোর্টর এ ধরনের অভিযান চলমান থাকবে।