বগুড়ার শেরপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই, আনন্দের ঢেউ

0
115

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: সারাদেশের ন্যায় নতুন বছরের শুরুতে বগুড়ার শেরপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রায় ৭ লাখ নতুন বই বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অংশ হিসেবে ১ জানুয়ারী সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরনের মাধ্যমে বই উৎসব পালন করেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। এদিকে বছরের প্রথম দিনেই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কারিমুলাম যুক্ত শিক্ষা সম্বলিত নতুন বই হাতে পেয়ে তাদের চোখে-মুখে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কর্মসুচী অংশ হিসেবে সোমবার সকাল ৯টার দিকে উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী। বেলা ১১টার দিকে উলিপুর আমেরিয়া সমতুল্যা মাদ্রাসা, শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুলে উপজেলা নির্বাহী অফিসার সরকার কর্তৃক প্রদেয় বিনামূল্য বিতরণের পাঠ্যবই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্্রাকটর আতিকুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা, রেজাউল করিম, তাহেরুল ইসলাম, আনিসুর রহমান, অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মো. আব্দুল হাই বারী, ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, সহকারি শিক্ষক তাপশ বসাক, উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহনাজ পারভীন প্রমুখ।

বেলা ১২টার দিকে উপজেলা মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজার রহমান ভূট্টো। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, আওয়ামীলীগ নেতা গোলাম রসুল, যুবলীগ নেতা আব্দুস সালাম, সহ অভিভাবক সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল, এনজিও দ্বারা পরিচালিত স্কুল সহ মোট ২৪৩ টি টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪৯ হাজার ৯’শ শিক্ষার্থীকে ১ লাখ ৪৭ হাজার ৫৫০টি, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও এবতেদায়ী মাদ্রাসাসহ ১৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ মোট প্রায় ৭ লাখ ১০ হাজার নতুন বই বিতরণ করা হবে।

এরই ধারাবাহিকতায় উপজেলার শেরউড ইন্টারন্যাশনাল (প্রাঃ) স্কুল এন্ড কলেজ, সামিট স্কুল এন্ড কলেজ, শেরপুর পৌরসভা প্রাথমিক বিদ্যালয়, শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শালফা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কাফুড়া সমবায় দাখিল মাদ্রাসা, ধড়মোকাম উচ্চ বিদ্যালয়, জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, কেল্লা উচ্চ বিদ্যালয়, ভীমজানি উচ্চ বিদ্যালয়, ছোনকা উচ্চ বিদ্যালয়, বিশ্বা উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারী কর্মকর্তা, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের উপস্থিতিতে দিনব্যাপী নতুন বই বিতরণ করা হয় বলে জানা গেছে।