৬২-তে পদার্পণ পবিপ্রবি ভিসির

0
151

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ৬১ পেরিয়ে ৬২ বছরে পদার্পণ করেছে। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দূর্গাপুর গ্রামে ১৯৬২ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বরেণ্য এই শিক্ষাবিদ।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৫ সালে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত একজন বাংলাদেশী কৃষিতত্ত্ববিদ। ১৯৯০ সালের আগস্ট মাসে তৎকালীন পটুয়াখালী কৃষি কলেজে (পরবতীকালে পবিপ্রবি) প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন। তিনি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বাংলাদেশ সোসাইটি অফ এগ্রোনমি, সিড সায়েন্স সোসাইটি এবং বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের জীবন সদস্য।

প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ২০২১ সালের ১৭মে চার বছরের জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।তিনি বিশ্ববিদ্যালয়টির ৮ম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং অবকাঠামোগত উন্নয়নে গতিশীলতা আনয়ন করেন। তাঁর সঠিক নেতৃত্ব ও দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে এগিয়ে চলছে। উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে নিরঙ্কুশ কাজ করে যাচ্ছেন।