নান্দাইল বাউল মেলা সাহিত্যে গ্রুপের আয়োজনে শিশু শিার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

0
791

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল বাউল মেলা সাহিত্যে গ্রুপের আয়োজনে অসহায়, হতদরিদ্র পরিবারের সুবিধা বঞ্চিত শিশু শিার্থীদের মাঝে বিনামূল্যে ৫৫টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম উপজেলার গাংগাইল ইউনিয়নের বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজুর সভাপতিত্বে ও নান্দাইল বাউল মেলা সাহিত্যে গ্রুপের সদস্য ফাইজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, নান্দাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, বাউল মেলা পাঠাগারের সভাপতি মোহাম্মদ শরিফুল হক, সাধারণ সম্পাদক শ্যামল, সমাজ সেবক জহিরুল ইসলাম বাবুল সহ প্রমুখ।

এছাড়াও নান্দাইল বাউল মেলা সাহিত্যে গ্রুপ ও বাউল মেলা পাঠাগারের সদস্যবৃন্দ, বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ কমল মতি শিশু শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার আজিজুল হক পাইলটের সার্বিক ব্যবস্থাপনায় এই স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম চলছে।