দৃর্বত্তদের আগুণে পুড়লো ভোলার পান চাষীদের স্বপ্ন, ১০ লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা

0
48

ইয়ামিন হোসেন: দ্বীপ জেলা ভোলার মানুষের সবচেয়ে বড় সমস্যা নদীভাঙ্গন। নদীতে সর্বত্র হারিয়ে কূ্লহীনের মত বসবাস করেন নদী ভাঙ্গনের কবলে পরা মানুষরা। নদীতে সর্বত্র হারিয়ে লগ্নী মূল্যে জমি রাখেন। সেই জমিতে পান চাষ করে পরিবার পরিজনের জীবিকার নির্বাহ করেন চাষীরা। সেই চাষীদের স্বপ্ন শুক্রবার দুপুরে দৃর্বত্তরা আগুণ দিয়ে পুড়ে ছাই করে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলার রাজাপুর ও পূর্ব ইলিশার সিমানাবর্তী বানিয়ার চর নামক এলাকায়।
দৃর্বত্তদের আগুণে ৫ কৃষকের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, কৃষক সাগর, মনির, ইসমাইলের পানের বরজে হঠাৎ স্থানীয়রা আগুণ দেখে ডাক চিৎকার দেয়, ডাক চিৎকারে লোকজন আসার আগেই বরজ পুড়ে ছাই হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক সাগর বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা জানান, গত কয়েক মাস আগ থেকেই দৃর্বত্তরা পানের লতা কেটে দিচ্ছে। আজ আবার আগুণ। কে বা কাহারা এসব করছে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিবো।