রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে শনিবার এবি পার্টির আলোচনা সভা

0
42

নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে আগামীকাল ৩০ ডিসেম্বর শনিবার বেলা ২-৩০ টায় জাতীয় প্রেসক্লাবে এক দিক নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’।

এতে বিএনপি ও আন্দোলনরত রাজনৈতিক দলসমূহের শীর্ষস্থানীয় নেতা ও বুদ্ধিজীবীগণ বক্তব্য রাখবেন।
বিশিষ্ট নির্বাচন বিশেষজ্ঞ প্রফেসর ড. আকম ওয়ারেসুল করিম এর গবেষণার উপর আলোকপাত করে “দলীয় সরকারের অধীনে নির্বাচনঃ বর্জন, অংশগ্রহণ ও ডামি-ভোটাভুটি” শীর্ষক এই দিক নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী। এতে গবেষক ওয়ারেসুল করিম এর গবেষণাপত্রের উপর বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু, বিশিষ্ট আলোকচিত্রি আন্তর্জাতিক পদকপ্রাপ্ত মানবাধিকার সংগঠক শহীদুল আলম, খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বিশিষ্ট অর্থনীতিবিদ ও গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি ড. রেজা কিবরিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (এনডিএম) এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাবেক ডাকসু ভিপি ও গণ অধিকার পরিষদ (একাংশ) সভাপতি নুরুল হক নুর, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইউম, বাংলাদেশ খেলাফত মজলিশ এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টি’র ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমূখ।

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশাত্মবোধে জাগ্রত নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।