ঘাটাইলে আ. লীগ-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

0
39

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ইউপি সদস্যসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বাঘাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ভিক্টর ব্যানার্জী।

এ ঘটনায় আহত স্বতন্ত্র প্রার্থীর (ঈগল প্রতীক) সমর্থকরা হলেন, লক্ষিন্দর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিরুল ইসলাম (৩৫), তাঁর বড় ভাই হামিদুল (৫০), রুহুল আমিন (৩৩), জহিরুল ইসলাম (৩২)। অপরদিকে আহত নৌকা সমর্থক হলো লক্ষ্মীন্দর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আহমেদ।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. কামরুল হাসান খান। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক দুই বারের এমপি আমানুর রহমান খান রানা।

স্বতন্ত্র প্রার্থী ঈগলের সমর্থক রফিকুল ও নুরুল ইসলাম জানান, লক্ষিন্দর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থক ডেকে নিয়ে গালিগালাজ করছিলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে নৌকার কিছু সমর্থক অতর্কিতভাবে তাঁদের ওপর হামলা চালায়। এ ঘটনায় তাঁদের চারজন কর্মী গুরুতর আহত হয়েছেন। তবে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর ও এক কর্মীকে আহত করার ঘটনা তাঁরা অস্বীকার করেছেন।

নৌকার সমর্থক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, নির্বাচন উপলক্ষে খিচুড়ি খাওয়ার আয়োজন করেছিল স্থানীয় সমর্থকরা। আমরা আমাদের মতো আলোচনা করছিলাম। এ সময় হঠাৎ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা এসে আমাদের অফিস ভাঙচুর করে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে মারধর করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের শাসানো ও গালিগালাজ করার অভিযোগ মিথ্যা।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভিক্টর ব্যাণার্জী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।