কালকিনিতে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা শনিবার

0
67

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে বিকাল তিনটায় অনুষ্ঠেয় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আযম এমপি, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জনসভার মাঠ পরিদর্শন করেছেন। জনসভার সভাস্থলে এরই মধ্যে মঞ্চ, প্যান্ডেলসহ অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের খবরে কালকিনিসহ এলাকার সর্বত্র সাজ সাজ রব উঠেছে। মাদারীপুর সদর ও কালকিনি উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহোদ্দীপনা দেখা যাচ্ছে। পাশাপাশি সর্বস্তরের জনসাধারণও কৌতুহলী হয়ে উঠেছে।

কালকিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় অন্তত ৩ লাখ লোক উপস্থিত হবেন। এরই মধ্যে কালকিনির সর্বত্র ভোটারসহ জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহোদ্দীপনা তৈরি হয়েছে। মাদারীপুরের জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ জানান, নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশ সুপার মাসুদ আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালকিনিতে সফরকে ঘিরে নিরাপত্তাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।এর আগে ১৯৮১ সালে কালকিনির ভুরঘাটায় (মজিদ বাড়ী), ১৯৮৮ সালে কালকিনি পাইলট স্কুল মাঠে, ১৯৯১ সালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে, ২০০১ সালে কালকিনির গোপালপুর-ভুরঘাটায় জনসভা ও পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।