শরণার্থী শিবিরে অভিযান, গাজায় নিহত ২১ হাজার ছাড়াল

0
26

আন্তর্জাতিক চাপ সত্ত্বেও মধ্য ও দক্ষিণ গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। গেল ২৪ ঘন্টায় নিহত হয়েছে কমপক্ষে ২শ’ ফিলিস্তিনি। নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ১১০ জনে পৌঁছেছে।

বুধবার রাতেও দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বুরেইজ শরণার্থী শিবিরে ও আল আমল হাসপাতালের কাছে বিমান হামলা চালায় ইসরায়েল। নিহত হয় কমপক্ষে ২০ জন।

মধ্য গাজার দেইর আল বালা শহরে ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরেও অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

কর্তৃপক্ষ জানায়, গেল ৮২ দিনে গাজায় নিহতদের মধ্যে ১৫ হাজারেরও বেশি নারী ও শিশু। শিক্ষার্থী চার হাজারের বেশি।

গাজায় নির্বিচারে হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। জবাবে নেতানিয়াহুও এরদোয়ানের বিরুদ্ধে কুর্দিদের গণহত্যার অভিযোগ তোলেন।

এদিকে, গাজায় যুদ্ধ পরবর্তী সরকার ব্যবস্থা নিয়ে গোয়েন্দা ও প্রতিরক্ষাবাহিনী বেশ কয়েকবার আলোচনা করতে চাইলেও তা নাকচ করে দেন নেতানিয়াহু।