ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

0
80

আহছানুল আমীন জর্জ,খুলনা: বিদ্যমান করোনা পরিস্থিতিতে সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার নিমিত্তে ডাবল সিটে একজন যাত্রী বসবেন – এইরূপ শর্তে সদাশয় সরকার গণপরিবহন চলাচলের অনুমতি প্রদান করেন। পাশাপাশি তাদের ক্ষতি প্রশমনে ভাড়াও বর্ধিত করা হয়। কিন্তু সম্প্রতি কিছু কিছু বাস ‘ একদিকে যেমন বর্ধিত ভাড়া নিচ্ছে, অন্যদিকে অতিরিক্ত যাত্রী এমনকি দাঁড়িয়ে যাত্রী বহন করছে’ – এমন অভিযোগ পাওয়া যায়।

সে প্রেক্ষিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার,ডুমুরিয়া জনাব মোছাঃ শাহনাজ বেগম মহোদয়ের নির্দেশনায় ৮ আগস্ট শনিবার বিকালে আঠারো মাইল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সরকারি আদেশ অমান্য, যথাযথ স্বাস্থ্যবিধি না মানা এবং বর্ধিত ভাড়া নিয়েও অতিরিক্ত যাত্রী পরিবহনের অপরাধ প্রমাণিত হওয়ায় ১০ টি মামলায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪,২৫ ধারায় সর্বমোট ২৯৮০০/- অর্থদণ্ড আরোপ এবং আদায় করা হয়। একইসাথে যাত্রী সাধারণের নিকট হতে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত প্রদানের নির্দেশনা প্রদান করা হয়।

মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ আদালতকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।