আনসার সদস্যদের তৎপরতায় দূর্ঘটনা থেকে রক্ষা পেলো নাসিরাবাদ এক্সপ্রেস

0
116

মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রেল নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের তৎপরতায় দূর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরের বাহাদুরবাদ ঘাট স্টেশন গামী নাসিরবাদ এক্সপ্রেসটি।

জানা যায়, ভোর আনুমানিক ৫:৪০ টার সময় ঈশ্বরগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকায় টহলরত আনসার সদস্যগণ রেলের উপর বৈদ্যুতিক খুঁটি পড়ে থাকতে দেখে তখন ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশন ছেড়ে যাবার সময় দায়িত্বরত পৌর ওয়ার্ড লিডার ফয়সল আহমেদ ট্রেনটি থামিয়ে দেন।

তাৎক্ষণিকভাবে আনসার সদস্যগণ বৈদ্যুতিক খুঁটি ও বিজয় এক্সপ্রেস ট্রেনের সাইডের ৪টি বিজয় এক্সপ্রেস লিখা নেইম-প্লেট তক্তা অপসারণ করা হয় এবং ২০ মিনিট পর ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

পৌর ওয়ার্ড দলনেতা ও স্টেশন ক্যাম্পের পিসি ফয়সল আহমেদ বলেন, দায়িত্বরত আনসার সদস্যগণকে সাথে নিয়ে রেল লাইন থেকে দুটি লোহার পিলার অপসারণও বিজয় এক্সপ্রেসের ৪ টি তক্তা অপসারণ করার পর নাসিরাবাদ ট্রেনটি কোনো রকম দূর্ঘটনা ছাড়া স্টেশন ছাড়ে। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঘটনাস্থলটি ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাজেদুর রহমান পরিদর্শন করেছেন।