টেকনাফে অস্ত্র-গুলিসহ ডাকাত সোহেল গ্রেফতার

0
52

কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ মো. সোহেল নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম পানখালী, মইন্যার জুম এলাকার সৈয়দ আলমের ছেলে। রোববার বিকেলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার ভোর রাতে জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নির্দেশে তাঁর নেতৃত্বে টেকনাফ মডেল থানার এসআই মো. মনজু, এসআই মো. সোহেল আহমেদ, এসআই মো. আজহারুল ইসলাম, এসআই মো. কামাল হোসেন বিভিন্ন এলাকায় অবৈধ মাদক ও অস্ত্র-গুলি উদ্ধারসহ নিয়মিত মামলার আসামী গ্রেফতারে বিশেষ অভিযান চালায়।

ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনারপাড়া সাকিনের ৬নং ওয়ার্ডস্থ জনৈক আবুল কালামের বাড়ি সংলগ্ন খালের কিনারায় অস্ত্রধারী ডাকাত, ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে টেকনাফ থানার চৌকস টিম ঘটনাস্থলে পৌঁছলে ১০-১১ জনের ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে দিক-বিধিক দৌঁড়ে পালানোর চেষ্টাকালে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় ১টি এলজি, ৩টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পলাতক ডাকাতদের ফেলে যাওয়া ১টি একনলা বন্দুক, ১টি একনলা বন্দুক (এলজি),উভয় পাশ ধারালো ১টি চাকু,১টি দা, ২টি লোহার রড জব্দ করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামীসহ সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলার প্রস্তুতি চলছে। মাদক, চোরাচালান, অস্ত্রধারীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।