দিনের তাপমাত্রা বাড়লেও রাতে কমতে পারে

0
44

সারা দেশে দিনের তাপমাত্রা আজ সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১.১ ডিগ্রি সেলসিয়াস। আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ রবিবার (২৪ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বিভাগীয় শহরের মধ্যে আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.২, রাজশাহীতে ১৩.২, রংপুরে ১৫.৫, ময়মনসিংহে ১৪.৩, সিলেটে ১৮.০, চট্টগ্রামে ১৯.৯, খুলনায় ১৬.৮ ও বরিশালে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস।