ধামরাই পূর্ব কায়েতপাড়াস্হ কালী ও দুর্গা মন্দিরে বাৎসরিক নামযজ্ঞ উৎসব অনুষ্ঠিত

0
59

রনজিত কুমার পাল,ঢাকা জেলা প্রতিনিধি: দেশ,জাতি,বিশ্বের সকল প্রাণির শান্তি, কল্যান ও মঙ্গল কামনায় বাৎসরিক ২২তম নামযজ্ঞ উৎসব-২০২৩ উদযাপিত।

১৮ ডিসেম্বর হইতে ২১ শে ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত শ্রীমদ্ভাগবত পাঠান্তে নামযজ্ঞে শুভ অধিবাস অন্তে শুক্রবার(২২ ডিসেম্বর) অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শেষে শনিবার (২৩ ডিসেম্বর) শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন উৎসব ও মহাপ্রভুর ভোগরাগ ও নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হচ্ছে।

ধামরাই পৌরসভার পূর্ব কায়েতপাড়াস্হ শ্রীশ্রী কালী ও দুর্গা মন্দিরের ২২তম নামযজ্ঞ উৎসবের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: আমজাদ হোসেন, উৎসব কমিটির কর্মকর্তা উত্তম গাঙ্গুলি, হারাধন চক্রবর্তী সহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি জননেতা আলহাজ্ব গোলাম কবির মোল্লা মহোদয় সকলকে নামযজ্ঞের শুভেচ্ছা জানিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি মহোদয়কে নৌকা প্রতিকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত মহান সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার সকলের প্রতি আহবান জানান।