শ্রীনগরে রিকের ফ্রী চক্ষু ক্যাম্প

0
30

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পল্লী সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহযোগীতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে ফ্রী চক্ষু ক্যাম্প স্থাপনের মধ্যে দিয়ে প্রায় ৩ শতাধিক দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রাঢ়িখাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রোগীদের এই সেবা প্রদান করা হয়।

এদিন এসিয়া ডিজিটাল চক্ষু হাসপাতাল যাত্রাবাড়ির কারিগরি সহায়তায় ৩০ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানী অপারেশন, চশমা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়া অন্যান্য রোগীদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। রিকের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আলতাফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাঢ়িখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, এসিয়া ডিজিটাল চক্ষু হাসপাতালের চেয়ারম্যান এসএম সালাউদ্দিন, স্থানীয় মহিলা ইউপি সদস্য নার্গিস সুলতানা, রফিক মোল্লা, নজরুল ইসলাম, আমির হোসেন, চক্ষু হাসপাতালের ম্যানেজার হাবিবুর রহমান, ভাগ্যকুল ব্রাঞ্চের ম্যানেজার আসাদুজ্জামান, এমআইএস কর্মকর্তা রাইসুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা জিহাদ হোসাইন, শুভদেব মিস্ত্রী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. হাসান প্রমুখ।