বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবিতে ২ জেলে নিহত

0
85
ফাইল ছবি।

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরা ট্রলার ডুবিতে দুই জেলে নিহত হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ট্রলারে থাকা অপর ছয় জেলে।

শুক্রবার রাতে বঙ্গোপসাগরের প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে চার নং বয়া এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। শনিবার ভোরে নিখোঁজ দুই জেলেকে ডুবে যাওয়া ট্রলারের ইঞ্জিন রুম থেকে উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ইসা সিকদার (৩৫) ও আলম মোল্লা (৫৫)। তাদের বাড়ী উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামে।

এছাড়া জীবিত উদ্ধার হওয়া জেলেরা হলেন- নজরুল মোল্লা, জহিরুল মোল্লা, সেলিম খান, বাদল হাওলাদার, রুবেল চৌকিদার ও পনু খান।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, গত ৬ আগষ্ট ৮ জেলে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যাত্রা করে। শুক্রবার (৭ আগষ্ট) রাত ১১টার দিকে সাগরের হঠাৎ উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারটি বঙ্গোপসাগরের চার নং বয়া এলাকায় ডুবে যায়। এসময় ট্রলারের ছয় জেলে অন্য জেলেদের সহায়তায় প্রায় ১০ ঘণ্টা ভাসার পর উদ্ধার হলেও নিখোঁজ থাকে ওই দুই জেলে। ট্রলার ডুবিতে ইঞ্জিন রুমে আটকে তাঁদের মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।