রাণীশংকৈলে বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

0
70

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল শাখার বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর) অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিকালে শুভসংঘ রাণীশংকৈল উপজেলা শাখার সহ সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে রাণীশংকৈল ডিগ্রি কলেজে হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগ সভাপতি সইদুল হক।

এ ছাড়াও আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী প্রেসক্লাব সভাপতি, বিশিষ্ট সাংবাদিক আশরাফুল আলম, প্রশিক্ষক গোলাম রাব্বানী ও রাণীশংকৈল প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন দুস্থ্য— উপকারভোগী প্রশিক্ষণার্থী নারীরা।

বক্তারা উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বসুন্ধরা শুভ সংঘের দেশব্যাপী শুভকাজের প্রশংসা করেন। তারা আরো বলেন, এর আগেও উত্তরের প্রত্যন্ত এই উপজেলায় শুভসংঘের দেওয়া অসহায়দের মাঝে করনাকালীন দু:সময়ে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সময়ে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এজন্য শুভ সংঘকে ধণ্যবাদ জানাই।