রেললাইনে নাশকতার পরিকল্পনাকারীদের শিগগির ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
101
ফাইল ছবি

গাজীপুরে রেললাইনে নাশকতার মূল পরিকল্পনাকারীদের শিগগির চিহ্নিত করে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি মাস্টারপ্ল্যানার (মূল পরিকল্পনাকারী) যারা, সবাইকেই আমরা আইডিন্টিফাই (চিহ্নিত) করব। তাদের শিগগির ধরতে পারব বলে আমরা বিশ্বাস করি।’ তিনি আরও বলেন, ‘রেললাইন উপড়ে ফেলা সত্যিই অত্যন্ত দুঃখজনক। যারা দেশকে ভালোবাসে, তারা এ কাজটি করতে পারে না।’

নিরাপত্তার জন্য রেল মন্ত্রণালয় থেকে ২ হাজার ৭০০ রেল পুলিশ চাওয়া হয়েছে—এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন সারাদেশে হাজার-হাজার কিলোমিটার রেললাইন। এরা টার্গেট করেছে যেখানে নাকি মানুষ থাকে না, সেই জায়গায় টার্গেট করেছে এবং টার্গেট করে তারা লোকচক্ষুর অন্তরালে এই ঘটনাটি ঘটিয়েছে। রেল মন্ত্রণালয় থেকে যে চিঠিটি দিয়েছে আমাদের কাছে, আরও ফোর্স চেয়েছে। আমাদের রেল পুলিশ বলে একটা ডিপার্টমেন্টই রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করে সেখানে লোকবল বৃদ্ধির যা প্রয়োজন নিশ্চয়ই করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘২০১৪ সালে আপনারা অগ্নিসন্ত্রাস দেখেছেন। তখনও রেললাইন উপড়ে ফেলা হয়েছিল। সেটাও দেখেছেন। জানমালের ক্ষতি তো হয়েছে, নিরীহ মানুষকেও হত্যা করা হয়েছে। সেসব দৃশ্য দেখেছেন। এবারও আমরা সেটি লক্ষ্য করছি। তারা শুধু গাড়িতে অগ্নিসংযোগ করছে না, রেললাইনও উপড়ে ফেলেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং সাতজন গুরুতর আহত হয়েছেন।’

আসাদুজ্জামান খান বলেন, ‘তারা (বিএনপি) মনে করে একটি অসংবিধানিক ওয়েতে কীভাবে আবার ষড়যন্ত্র করে অগ্নিসংযোগের মাধ্যমে আরেকটি সরকার পতন করা যায় কি না। সেটারই প্রচেষ্টায় তারা এগুলো করছে। এ দেশের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা তারা স্পষ্ট জেনেছে। সে জন্যই নির্বাচন না করে তারা ঘটনার অবতারণা ঘটাচ্ছে। আমরা মনে করি এ দেশের জনগণ এগুলোর সঠিক জবাব দেবে ইনশাআল্লাহ।’