শ্রীনগরে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

0
98

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পালের স ালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদসহ উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় উপজেলার সালেপুর গ্রামের মায়া, শিক্ষা ও চাকুরীতে বাবুর দিঘীর পাড়ের ডা. শবনব শারমিন লুনা, সফল জননী নারী হিসেবে মনষা পাড়ার কৃষ্ণা সাহা ও সমাজে অসামান্য অবদান রাখায় পাটাভোগের ফিরুজাকে জয়িতা তালিকায় মনোনীত করা হয়। এ সময় ৪ জন জয়িতাকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।