শ্রীনগরে কবর থেকে কঙ্কাল চুরি

0
168

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মৃত ব্যক্তিদের কবব থেকে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার আটপাড়া ইউনিয়নের বেলতলী জান্নাতুন নুর কবরস্থানের ৯টি কবর খনন করে দুর্বৃত্তরা।

রবিবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চা ল্যের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, কবরস্থানটির উত্তর পাশে পুরুষ মৃত ব্যক্তিদের জন্য নির্ধারিত কবর রয়েছে। এখান থেকে ৯টি কবরের আংশিক ও সম্পূর্ণ খনন করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণির কবিরাজরা যাদু-টোনা ও কুফরী করার জন্য কবর খনন করে মৃত ব্যক্তিদের কঙ্কাল নিয়ে থাকতে পারে। ৬/৭ মাস আগে ওই এলাকার মঞ্জু নামে এক ব্যক্তি ক্যান্সারে মারা যায়। পরে তাকে বেলতলী কবরস্থানে দাফন করা হয়। লক্ষ্য করা গেছে, দুর্বৃত্তরা এই কবরটি থেকে কঙ্কাল নিয়ে গেছে।

কবরস্থানটির সহকারী কোষাধ্যক্ষ মো. শহিদুল জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কয়েকটি কবরের বিভিন্ন অংশে মাটি খুড়া হয়েছে। কবরের গর্তগুলি মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই নার্গিস বেগম জানান, এ ব্যাপারে কেউ একনও অভিযোগ করতে আসেনি।