সিলেট বিমানবন্দরে ২৮০ পিস সোনারবারসহ ৪ যাত্রী আটক

0
143

মনির হোসেন জীবন: কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮০ পিস সোনারবারসহ ৪ জন যাত্রীকে আটক করেছে।

জব্দকৃত সোনার মোট ওজন ৩৪.১৫ কেজি। তবে, তাৎক্ষণিক ভাবে আটককৃত ৪ যাত্রীর নাম ও বিস্তারিত পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

আজ শুক্রবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-২৪৮) ফ্লাইট থেকে এসব সোনার বার জব্দ করা হয়।

আজ দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মুনমুন আক্তার দীনা সোনা আটকের এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা ৫৩ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের (বিজি- ২৪৮) ফ্লাইট থেকে ২৮০টি সোনার বার ও ৬টি সোনার বল জব্দ করা হয়। এসব সোনার ওজন ৩৪ কেজি ৫১ গ্রাম। এসময় শিশু নারীসহ ৯ জনকে আটক করে প্রাথমিক ভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ৪জন যাত্রীকে আটক দেখানো হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানিয়েছে, উদ্বারকৃত সোনার মধ্যে ২৮০ টি বার এবং ৬ টি ডিম ( লিকুইড গোল্ড ১.৫ ) মোট ৩৪.১৫ কেজি (প্রায় ৩০০০ ভরি) স্বর্ণ রয়েছে।

এবিষয়ে আজ শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় রাজধানীর ১৬০/এ,কাকরাইল,ভিআইপি সড়ক,কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর,সদর দপ্তর,আইডিইবি ভবন(১০ম তলা) এক প্রেস কনফারেন্স বিস্তারিত জানানো হবে।