নান্দাইলে নৌকা মার্কার মনোনয়ন পেলেন মেজর সালাম

0
413

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অবশেষে ময়মনসিংহ -৯(১৫৪), নান্দাইল আসনের নৌকা মার্কার মনোনয়ন প্রাপ্ত হয়েছেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম (আরসিডিএস পিএসসি)। রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করার সময় ময়মনসিংহ-৯, নান্দাইল আসনের জন্য আব্দুস সালামের নান ঘোষণা করেন।

এর আগে নান্দাইল আসন থেকে নৌকার মনোনয়নের জন্য মোট ১৭ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন। তারা হলেন, বর্তমান এমপি আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খাঁন তুহিন, সদ্য মনোনয়ন প্রাপ্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম (অব:) (আরসিডিএস পিএসসি), সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী (স্বপন), ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডা: মতিউর রহমান ভূঁইয়া, সাবেক ডেপুটি এর্টনি জেনারেল এডভোকেট আব্দুল হাই, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা জালাল উদ্দিন মাস্টার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা শাহজাহান কবির সুমন, বাংলাদেশ আওয়ামী লীগ, সহ-সভাপতি, অস্ট্রেলিয়া মুস্তাফিজুর রহমান রানা, সাবেক সদস্য, কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটি ইঞ্জি: সঞ্জীব ইসলাম আফেন্দী,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ তসলিমা বেগম লাভলী, আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ঢাকা বার এসোসিয়েশনের আইনজীবী এডভোকেট মো: রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ ডেনমার্ক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দিকুর রহমান রাসেল,সাবেক ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপদেষ্টা জামাল উদ্দিন আকন্দ, সাবেক ছাত্র নেতা মাহফুযুর রহমান ভূঁইয়া হেভেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো:মজিবুর রহমান স্বপন প্রমূখ।

চূরান্ত মনোনয়ন ঘোষণা হওয়ার পর পরেই উপজেলা সদরে মেজর জেনারেল আব্দুস সালামের সমর্থকেরা নৌকা মার্কার মিছিল বের করেন। মিছিল থেকে সদ্য মনোনয়ন প্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালামকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে নৌকা মার্কায় মনোনীত করার জন্য আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সালাম সমর্থকেরা।