নাগরপুরে তিনটি সড়ক ও কাঁচা বাজারের উন্নয়নে সাড়ে তিন কোটি টাকার বরাদ্দ অনুমোদন

0
119

টাংগাইল প্রতিনিধি:টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চারটি প্রকল্পের বরাদ্দ অনুমোদন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স – পানান বাজার সড়ক;যদুনাথ সরকারি উচ্চ বিদ্যালয় – মীরনগর সড়ক; বাবনাপাড়া- নঙ্গীনাবাড়ি সড়ক; নাগরপুর সদর কাঁচা বাজারের উন্নয়ন,ভারড়া ইউনিয়নের শাহজানী বাজার কসাই খানা, নাগরপুর সদর বাজারে কসাই খানার শেড নির্মাণ,নাগরপুর সদর,পাকুটিয়া ও তেবাড়িয়া বাজারে পাবলিক টয়লেট নির্মাণ বাবদ মোট প্রায় সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

এ বিষয়ে টাংগাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন,আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় নাগরপুরে উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চারটি প্রকল্প বাবদ প্রায় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। টেন্ডার কার্যক্রম সম্পন্নের মাধ্যমে খুব দ্রুত কাজগুলো শুরু হবে।

এ বরাদ্দ অনুমোদন দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরপুর বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।