সরিষাবাডীতে ১২ বছরের ছেলের সাথে ২৩ বছরের মেয়ে বিয়ে দেয়ায় থানায় অভিযোগ

0
282

তৌকির আহাম্মেদ হাসু : জামালপুরের সরিষাবাড়ীতে জোরপূর্বক রিফাত খান (১২) বছরের এক নাবালক ছেলের সাথে স্বামী পরিত্যক্তা রুপা খাতুন নামে ২৩ বছরের মেয়েকে বিয়ে দেয়ার অভিযোগ এনে সরিষাবাড়ী থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।নাবালক রিফাত খান সরিষাবাড়ী পৌরসভার বাউসী গজারিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।রুপা খাতুন উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের রফিকুল ইসলাম এর মেয়ে।

জোরপূর্বক বিয়ে দেওয়ার ঘটনায় ভুক্তভোগী নাবালক রিফাত খান (১২) এর ফুফু বাউসী গজারিয়া গ্রামের আলাউদ্দিন এর স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে বিয়ের ঘটনার সাথে জডিত সরিষাবাড়ী পৌরসভার বাউসী গজারিয়া গ্রামের ,মজিবর মোল্লা’র ছেলে অর্জুন (৪০),নূর হোসেন এর ছেলে সাবদুল (২০), অনুর ছেলে সুমন মিয়া (১৮), ফরহাদের ছেলে অন্তর(২৮) নাবালকের স্ত্রী হাটবাড়ী গ্রামের রফিকুল ইসলাম এর মেয়ে রুপা খাতুন, মজিবর রহমান এর ছেলে রফিকুল ইসলাম রফিক, দানেছ আলীর ছেলে মজিবর রহমান সহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে বিবাদী করে সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনাটি গত বুধবার (১৫ নভেম্বর) সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি চলতি বছরের ২২ সেপ্টেম্বর বিকালে সরিষাবাড়ী পৌরসভার বাউসি গজারিয়া গ্রামে রিফাত হোসেন এর নিজ বাড়ীতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে,রিফাত খান এর মা মারা যাওয়ায় তার পিতা জামাল উদ্দিন এর সাথে তার বাড়ীতে বসবাস করেন।একই বাউসী গজারিয়া গ্রামে রুপা খাতুন তার বোনের বাড়ীর আত্মীয়দের যোগসাজসে রুপা খাতুন কে বিবাহ দেয়ার পরিকল্পনায় কৌশলে চলতি বছরের ২২ সেপ্টেম্বর তারিখে রিফাত খান কে তাহার বাড়ী হইতে ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামে নিয়ে যায়।রিফাতকে সেখানে নেয়ার পর বিভিন্ন প্রলোভন দিয়ে রুপাকে বিবাহ করিতে বললে রিফাত অস্বীকৃতি জানায়।এক পর্যায়ে ঐদিনই রাত্রি অনুমান ০৮ ঘটিকার সময় রুপার সাথে জোরপূর্বক ভাবে রিফাতকে বিবাহ পডিয়ে কাবিন করে ওই দিনই রিফাত এর বাড়ীতে রুপাকে উঠিয়ে দেয়।

রিফাত এর পিতা জামাল উদ্দিন বিবাহকে মেনে নিতে অস্বীকৃতি জানালে তাকেও বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকী প্রদর্শন করে এবং জোরপূর্বক বাড়ীতে উঠাইয়া দিয়ে ২/৩দিন রিফাত এর বাড়ীতে অবস্থান করায়।এক পর্যায়ে রুপা খাতুন কাউকে কিছু না জানিয়ে তাহার পিতার বাড়ীতে চলিয়া যায়। রুপা তার পিতার বাড়ীতে চলিয়া যাওয়ায় ঘটনার সাথে জড়িত ব্যাক্তিরা রিফাত খান এর পরিবারকে নানা ভয়ভীতি হুমকী প্রদর্শন ও কাবিনের টাকা দাবি করেন।কাবিনের টাকা না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলে নানা হুমকি দিচ্ছে। নিরীহ রিফাত এর পরিবার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আইনগত সহায়তা দাবী জানিয়েছেন।এ নিয়ে এলাকায় নানা সমালোচনার ঝড় বইছে।এই নিয়ে এলাকার মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন।তবে সচেতন মহলের মাঝে আলোচনা নাবালক ছেলে সাথে কিভাবে ২৩ বছরের মেয়ের সাথে কাজী মাহবুবুর তাদের বিয়ে রেস্ট্রি করেছেন।

রিফাতের বাবা জামাল উদ্দিন বলেন, রিফাত আমার নাবালক ছেলে আমার ছেলেকে জোরপূর্বক স্বামী পরিত্যক্তা রুপা খাতুন নামে ২৩ বছরের মেয়ের সাথে বিয়ে দিয়েছে।আমি এর বিচার চাই।